On Page SEO | অন পেজ এসইও কি | On Page Optimization | SEO Bangla Tutorial

Share Now!

On Page SEO কি? – অন পেজ এসইও বলতে আমরা বুঝি, আমাদের ওয়েব পেজ অথবা ব্লগ পেজ কে এসইও র সকল রুল’স এবং রেজুলেশ্যেন  মেনে Google ও User Friendly করে Proper Optimize করা কে On Page SEO বলে থাকি।

[lwptoc min=”2″ depth=”6″]

On Page SEO শেখার আগে আমাদের জানতে হবে SEO কত প্রকার?

SEO কি? এটা কম বেশি সবাই জানি যে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  (Search Engine Optimization)। এসইও কত প্রকার (Type Of SEO) একথা বলতেই  অনেকই বলেন ৩ প্রকার, যেমন ব্ল্যাক হেট্ এসইও, হোইট হেট এসইও ও গ্রে হেট্ এসইও।  আবার অনেকেই বলে ফেলি On Page SEO এবং Off Page SEO কিন্তু আদ্য কি তাই, না 

এসইও মুলত ২ প্রকারঃ

  • Organic SEO
  • Paid SEO

আবার, ওরগানিক এসইও ২ প্রকারঃ

  • On Page SEO
  • Off Page SEO

আজ আমরা আলোচনা করব, On Page SEO Techniques নিয়ে, তো চলুন আলোচনা শুরু করা যাক,

On Page SEO

On Page SEO | অন পেজ এসইও কি | On Page Optimization | SEO Bangla Tutorial

অন পেজ এসইও কেন ব্যবহার করব? । অন পেজ এসইও এর গুরুত্ব কি? (What is the importance of on-page SEO?)

অনেকেই বলে থাকেন, অন পেজ এসইও এর প্রয়োজনীয়তা কি?, কেন ব্যবহার করব?, এর গুরুত্ব কত কি? আমি বলবো প্রথমত, গুগল সার্চ রাঙ্কিং এ প্রথম পেজে আসা, দ্বিতীয়ত, ওয়েবসাইট এ অরগানিক ভিজিটর আনা। 

আপনি যদি, সঠিক ভাবে On Page Optimization করতে পারে তাহলে অনেক গুলো সুবিধা হাছিল করতে পারবেন যেমনঃ

  • সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। ট্রাস্টেড কনটেন্ট হিসেবে গুগলের কাছে পরিচিত হবে। যার ফলে গুগল রাঙ্ক বাড়বে।
  • প্রচুর অর্গানিক ব্যাকলিংক পাবেন।
  • টার্গেট অর্গানিক ভিজিটর পাবেন। 
  • সার্চ রাঙ্কিং এ টপ ১০ এ আনতে পারবেন আপনার কীওয়ার্ড অথবা পোস্ট কে।  
  • প্রচুর ভিজিটর পাবেন।

On Page SEO এতটা গুরুত পুনঃ যে,  অন পেজ এসইও না করে  সারা জীবন অফ পেজ এসইও করলে কোন লাভ হবে না ।

কারন, On Page SEO হল সুপার শপ এর মত এবং Off Page SEO হল ওই সুপার শপ সম্পর্কে মার্কেটিং করা মত। মানে, আপনার সুপার শপে যদি, কাস্টমারের চাহিদা মত প্রোডাক্ট না থাকে। তাহলে, ওই কাস্টমার আর কখুন আপনার সুপার শপে নাও আসতে পারে। আপনি যত টাকা খরচ করে মার্কেটিং করেন না কেন। তারা এসে ফিরে যাবে এর ফলে আপনি কাঙ্ক্ষিত কেতা হারাবে।

ঠিক, একি উদাহরণ আপনার ওয়েব পেজ বা ব্লগ সাইট নিয়ে। আপনার ব্লগে যদি পর্যাপ্ত তথ্য না থাকে, অন পেজ এসইও করা না থাকে। সেক্ষেত্রে, আপনাকে কাঙ্ক্ষিত ভিজিটর হারাতে হবে। তাই On Page SEO খুবি জরুরী ।

 
আরও পড়ুনঃ

 

 

অন পেজ এসইও কিভাবে করব ? | অন পেজ এসইও করার উপায় কী ?

অন পেজ এসইও অপটিমাইজেশন কি ?

  1. Title (Up to 65 Character)

  2. Meta tag & meta Description 

  3. Heading Tag (h1 to h6)

  4. Table of Content

  5. Important Keyword (Color / Bold / Italic)

  6. Synonym Keyword Use 

  7. Internal Link

  8. External Link

  9. Image and  Video

  10. Keyword Density (1~3%)

  11. Readability

Leave a Reply