ফেসবুকের বিকল্প মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া ” Viva Engage “

Share Now!
ভিভা এনগেজ
ফেসবুকের বিকল্প মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া Viva Engage

মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া – ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া  ভার্চুয়াল প্লাটফর্ম আনছে টেক জায়ান্ট মাইক্রোসফট। গত সপ্তাহে সংস্থাটি ” Viva Engage ” প্ল্যাটফর্মে এ তথ্য ঘোষণা করেছেন মাইক্রোসফট।

জানা গেছে, নতুন সোশ্যাল মিডিয়াটি মাইক্রোসফট টিমস অ্যাপের সঙ্গেই চলবে। ফলে টেক বিশেষজ্ঞগন  মনে করেন, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেই বিশ্ববাসীর সঙ্গে ভিভা এনগেজের পরিচয় করাতে চলেছে মাইক্রোসফট

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

ফেসবুকের বিকল্প মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া ” Viva Engage “

এদিকে মজার বিষয় হচ্ছে,  ভিভা এনগেজ নামক সোশ্যাল প্ল্যাটফর্মটির লুক ও ফিল এমনভাবে তৈরি করা হয়েছে, যা দেখে আপনি বলে ফেলবেন এ তো  ফেসবুক। এর Home Feed এ বিভিন্ন পোস্ট, ভিডিওসহ আরও অনেক কিছু দেখা যাবে।

সম্প্রতি এই নবনির্মিত প্লাটফর্মটির একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে যে, হোম স্ক্রিনের ঠিক বাঁ দিকে থাকছে সেটিংস অপশন। এছাড়াও অন্যান্য কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য Join অপশন আছে। 

Also More:

Work from Home- Easy task Per Day $15 – Picoworkers Bangla Tutorial

এসব দেখেই টেক বিশেষজ্ঞরা দাবি করছেন যে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিয়ে ট্রায়েড অ্যান্ড টেস্টেড অ্যাপ্রোচ চালাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন।  এর কারণ হল, মার্কেটে ফেসবুকের মতো অনেক বড় বড় শক্রিশালি প্রতিদ্বন্দ্বী রয়েছে।

তবে মাইক্রোসফটের এই নবনির্মিত সোশ্যাল মিডিয়া” Microsoft Viva Engage ” যে শুধুই ফেসবুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমনটাও নয়। ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে যে স্টোরিজ ফিচার দেখা যায়, ভিভা এনগেজেও একই ধরনের ফিচার দেখা যেতে পারে।

তবে এটি সোশ্যাল মিডিয়া হলেও এটি মূলত ব্যবসার বাণিজ্য প্রচার ও প্রসারের উপরেই ফোকাস করেই তৈরি করেছেন বলে জানিয়েছেন মাইক্রোসফট কর্পোরেশন।

আরও পড়ুনঃ 

>> সেরা ৭টি নিরাপদ মেসেজিং অ্যাপের তালিকা

>> ঢাকার রাস্তায় ‘ চালকবিহীন রিকশা ‘ ভিডিও ভাইরাল

 

Leave a Reply