Vivo Y01 Specification – ভিভো নিজেদের ওয়াই সিরিজের সবচেয়ে সাশ্রয়ী ও স্টাইলিশ মানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের মন জয় করে চলছে। বরাবরের মতো এবারও সাধ্যের মধ্যে অসাধারণ সব নতুন নতুন ফিচারের স্মার্টফোন ওয়াই ০১ (VIVO Y01) নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। স্বল্প দামে দুর্দান্ত পারফর্মেন্সের স্মার্টফোন যারা কিনতে চান তাদের কথা মাথায় রেখেই ভিভোর এই নতুন সংযোজন।
[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]
দৃষ্টিনন্দন ডিজাইন ও শক্তিশালী ব্যাটারির ফোন আনল Vivo Y01
VIVO Y01 Specification:
>> প্রথমেই বলতে গেলে এর ব্যাটারি ব্যাকআপ চোখে পরার মত, ভিভো ওয়াই ০১ এ রয়েছে (Li- Po 5000 mAh) শক্তিশালী ব্যাটারি যার ফলে দীর্ঘ সময় ধরে মুভি দেখা, ব্রাউজ করা কিংবা গেমিংয়ের জন্য পর্যাপ্ত সাপোর্ট দেবে এই ফোনটি।
>> ওয়াই ০১ এ একবার ফুল চার্জ নিয়ে কেউ অনলাইনে মুভি দেখা শুরু করলে, সে টানা ১৮ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে মুভি উপভোগ করতে পারবে। প্রায় ৮ ঘণ্টা টানা গেম খেলতে পারবে, আবার অনেক সময় ফোনে চার্জ থাকলেও অন্য অন্য স্মার্টফোন গুলোর চার্জ ফুরিয়ে যায় এবং চার্জ দেওয়ার সুযোগও থাকে না। কিন্তু ভিভোর নতুন এই হ্যান্ডসেটে রয়েছে এর জুগান্তকারি সমাধান।
আরও পড়ুনঃ
VIVO X80 Pro 5G – দুর্দান্ত মানের ইমেজিং-ভিডিওগ্রাফি ভিভো এক্স৮০ ৫জি এখন বাংলাদেশে
>> এবার আসা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে, এই ফোনটিতে পাচ্ছেন ৬.৫১ ইঞ্চির IPS LCD হালো ফুলভিউ ডিসপ্লে যাতে থাকছে (১৬০০+৭২০) রেজ্যুলেশন। থাকছে চমৎকার স্ট্রিমিং এক্সপিরিয়েন্স ও স্বয়ংক্রিয়ভাবে ব্রাইটনেস সুবিধা যার ফলে বাহিরের যে কোন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এ ছাড়াও এতে রয়েছে আই প্রোটেকশন মোড এর ফলে ক্ষতিকারক ব্লু লাইট থেকে আপনার চোখকে সুরক্ষা দেবে।
>> এবার আসা যাক, পুরুত্ত নিয়ে ৮.২৮ মিলিমিটারের সরু বডির Vivo Y01 এর স্টাইলিশ থ্রি ডি ব্যাক কভার ফোনটিকে দেখতে আরো আকর্ষণীয় করে তুলেছে।
>> এবার আসি প্রসেসর নিয়ে, vivo y01 ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek MT6765 Helio P35 (12nm) Octa-core প্রসেসর।
>> এতে Operating System হিসাবে ব্যবহিত হয়েছে Android 11 (Go edition) এবং Funtouch 11.1
>> এতে রয়েছে ২/৩ জিবি রাম।
>> ইন্টারনাল মেমোরি ৩২ জিবি ।
>>যারা সেলফিপ্রেমী ও ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য ভিভো এই স্মার্টফোনে নিয়ে এসেছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যার ফলে বেশ দৃষ্টিনন্দন ছবি তোলা যায়।
ফোনটির দাম ৯,৯৯০/= টাকায় ভিভো ওয়াই০১ পাওয়া যাচ্ছে ভিভো অনুমোদিত সকল বিক্রয় কেন্দ্রে এবং একইসঙ্গে ভিভোর অনলাইন ই-ষ্টোর শপে।