স্মার্টফোনের বিকল্প প্রযুক্তি আসছে : বিল গেটস

Share Now!

স্মার্টফোনের বিকল্প

স্মার্টফোনের বিকল্প  – বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে কি না সম্ভব। যা কল্পনার অতীত জিনিসকে  বাস্তবে রুপ দিয়ে যাচ্ছে বিজ্ঞানীগণ। এর অন্নতম উদাহরণ স্মার্টফোন। আর এই  স্মার্টফোনের বিকল্পও আনার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস । তিনি এক নতুন ধরনের প্রযুক্তির ভবিষ্যদ্বাণী করেছেন, যা কিনা বাজার থেকে স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে। নতুন প্রযুক্তির নাম ইলেকট্রনিক ট্যাটু  ( Electronic Tattoo )

স্মার্টফোনের বিকল্প প্রযুক্তি আসছে : বিল গেটস

এ ব্যাপারে বিল গেটস  জানিয়েছে, কেওটিক মুন কোম্পানির নতুন প্রযুক্তি ইলেকট্রনিক ট্যাট। যাহা একটি বায়োটেকনোলজি ভিত্তিক প্রযুক্তি। যার মাধ্যমে মানবদেহের বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে।

কেওটিক মুন কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে যে, এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা এবং ক্রীড়া খাতে ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে। আর এই তথ্যের মাধ্যমেই রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তারা মনে করেন। পাশাপাশি এই প্রযুক্তির মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে বৃদ্ধি করাও সম্ভব হবে।

যদিও এই নতুন প্রযুক্তি ইলেকট্রনিক ট্যাটুটি  নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। তবে এই  নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মানব দেহে অস্থায়ীভাবে প্রয়োগ করা হবে। কাজ করবে ছোট সেন্সর এবং ট্র্যাকারের সাহায্যে। যা একটি বিশেষ কালির মাধ্যমে তথ্য পাঠাবে ও গ্রহণ করবে।

সূত্র: অনলাইন নিউজ/উ এস এ

আরও পড়ুনঃ 

>> eSIM এর যুগে প্রবেশ করল বাংলাদেশ – এর সুবিধা ও অসুবিধা কি?

>> ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে চলে যাবে ইমেইল

>> অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.