মাজহাব মানেই কি বিভক্তি? | মিজানুর রহমান আজহারি

Share Now!


মাজহাব কি ও কেন?, মাজহাব মানা কি আবশ্যক?, মাজহাব চারটিতে সীমাবদ্ধ কেন?, মাজহাব মানেই কি বিভক্তি? প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর জানতে পুরো আলোচনাটি শুনুন। Do listen & Share the Khayyam. আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন

মাজহাব মানেই কি বিভক্তি? | মিজানুর রহমান আজহারি

মাজহাব শব্দের অর্থ – চলার পথ 

ইসলামি পরিভাষায় কোরআন – সুন্নাহর প্রদর্শিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকীন (রাঃ), শোহাদায়ে কেরাম (রহঃ) ও সতকর্মশীল ব্যক্তিবর্গের মনোনীত পথের নামই হল মাজহাব। ভিন্য অর্থে এটাই সিরাতে মুস্তাকিম ও সরল পথ ।

আরও পড়ুনঃ  হযরত আদম (আঃ) এর জীবনী | Life of Adam and Lessons from it (2021) | মিজানুর রহমান আজহারি

সুতরাং মাজহাব কোন নতুন ধর্ম, মতবাদ বা কোরআন সুন্নাহ বহির্ভূত ব্যক্তি বিশেষের নিজস্ব মতের নাম নয়, বরং মাজহাব হল কোরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় সমস্যার প্রদত্ত সমাধান যা এবিষয়ে বিজ্ঞ ব্যক্তিগণ প্রদান করেছেন। মাজহাব হল, কোরআন-সুন্নাহর তে অস্পষ্ট আয়াতও হাদীস গুলুর ব্যাখ্যা মাত্র।

সুতরাং কোন ইমাম ই রাসুলের কথার বাহিরে এক কদম ও দেননি । সুতরাং যেহেতু বর্তমানের চার মাজহাবই ইসলামের মুল ৪ টি ভিত্তি তথা কোরআন, সুন্নাহ, ইজমা, ও কিয়াসের আলোকে প্রণীত । আর এই ৪ টি মাযহাবের ব্যাপারে রাসুলুল্লাহ   সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম উনার ও সমর্থন ছিল। যা আমরা মুয়াজ (রা:) এর হাদিসের মাধ্যমে জানতে পারি। তাহলে মাজহাব মানার মানেই হল রাসুলের কথা মানা । এখানে একটা প্রশ্ন? হাদিস শরীফে মূলত পাওয়া যায়, কুরআন – সুন্নাহ মানার কথা তাহলে মাযহাব মানার দরকার কি?

আরও পড়ুনঃ হজরত নূহ (আ:) এর জীবনী এবং আমাদের শিক্ষা | Life of Nuh and Lessons from it | মিজানুর রহমান আজহারি

হাদিসের কথা অবশ্যই ঠিক । কিন্তু কুরআন–সুন্নাহ শরিফের প্রত্যক্ষ –পরোক্ষ , সুস্পষ্ট –অস্পষ্ট ও পরস্পর বিরোধপূর্ণ জটিল বিষয়ের যথাযথ সমাধান বের করে তা অনুসরণ করে মূল লক্ষে যাওয়া সকলের পক্ষে মোটে ও সম্ভবপর নয়। বরং এ সকল বিষয়ে পূর্ণ পারদর্শী ব্যক্তি বর্গের দেওয়া সমাধান মেনে চলেই মূল লক্ষে যাওয়া সম্ভব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.