What is bitcoin mining – How to make money from bitcoin mining

Share Now!

 

bitcoin maining

বিটকয়েন মাইনিং ( Bitcoin Mining ) – বিটকয়েন হচ্ছে অনলাইন ভিত্তিক ভার্চুয়াল মুদ্রা। আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটা ও লেনদেনের জন্য আমরা মুদ্রায় আদান প্রদান করে থাকি। 

মুদ্রা মুলত দুই প্রকারঃ

১। ফিজিক্যাল মুদ্রা

২। ভার্চুয়াল মুদ্রা

ফিজিক্যাল মুদ্রা – এই মুদ্রা দেখা যায় অনুভব করা যায়। যেমন কাগজের টাকা অথবা পায়সা

ভার্চুয়াল মুদ্রা – এই মুদ্রা মুলত অনলাইন ভিত্তিক ,  সংখ্যায় দেখা যায়। যেমন বিকাশ, রকেন ও নগত এর টাকা

তবে, বিকাশ, রকেন ও নগত এর টাকা ভার্চুয়াল মুদ্রা হলেও  Bitcoin মুদ্রার  কার্যক্রম ভিন্ন অর্থাৎ Crypto Currency তে।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

ক্রিপ্টোকারেন্সি কী?

ক্রিপ্টোকারেন্সি হল গুপ্তমুদ্রা, যা বাইনারি উপাত্তের একটি সংকলন যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। এর অস্তিত্ব শুধু অনলাইন জগতেই বিদ্যমান। এটি ব্যবহার অর্থাৎ লেনদেন শুধু মাত্র অনলাইনেই সম্ভব যার পুরো কার্যক্রম গুপ্তলিখন নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। 1 Bitcoin = 29 লক্ষ টাকা । বিস্তারিত জানতে >>  ক্লিক করুন

 

 কিভাবে বিটকয়েন তৈরি হয়?

বিটকয়েন তৈরি হয় মাইনিং এর মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের প্রসেসিং ক্ষমতার ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধ করার মাধমে Bitcoin তৈরি হয়ে থাকে। লেনদেন থেকে মোট কত বিটকয়েন উৎপাদিত হবে তা প্রতেক চার বছর পরপর কমে যায়। এভাবে ২১৪০ সাল পর্যন্ত মোট ২,১০,০০,০০০ বিটকয়েন তৈরী হবে এরপর আর কোন নতুন বিটকয়েন তৈরী হবে না। বিটকয়েনের জনক Satoshi Nakamoto .

আজ আমরা দেখব কিভাবে বিটকয়েন মাইনিং করে অর্থ উপার্জন করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক


How to Make Money from Bitcoin Mining  –

বিটকয়েন মাইনিং কি – কিভাবে বাংলাদেশ থেকে বিটকয়েন মাইনিং করে অর্থ উপার্জন করা যায় ।

বিটকয়েন মাইনিং বলতে অনেকের কাছে মাটি খুরে খনি থেকে  সোনা বা হিরা বের করার মত।  আদ কিন্তু তা নয়, এই মাইনিং হচ্ছে ভিন্ন System যা High Configuration Computer দিয়ে  বিটকয়েন তৈরি করা হয়।

 

বিটকয়েন মাইনিং দুইটি প্রধতিতে করা যায়

১। নিজেস কম্পিউটারের সাথে গ্রাফিক্স কার্ড লাগিয়ে বিটকয়েন মাইনিং করা যায়। তবে বতমান সমায়ে গ্রাফিক্স কার্ড এর দাম অনেক বেশি , তাই অনেকের পক্ষে বিটকয়েন মাইনিং জন্য Setup  করা অনেক কঠিন। প্রায় লাখ টাকা খরচ হয়ে যায়, যা অনেকের পক্ষেই সম্ভব না।

২। দ্বিতীয় প্রধতি হল Cloud Computing এর মাধবে বিটকয়েন মাইনিং করা যায় ফ্রীতে। এক্ষেত্রে একটু পরিশচম বেশি করতে হয় অর্থাৎ Third Patti ওয়েবসাইট এর মাধমে মাইনিং করতে হয়। এক্ষেত্রে  তারা  System Charge কেটে বাকি অর্থ আপনাকে  পেমেন্ট করবে ।

আপনি দ্বিতীয় প্রধতি অবলম্বন করলে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত অর্থ উপার্জন করতে পাবেন। আপনি মোবাইল বিটকয়েন মাইনিং করতে পারবেন তবে কমপিউটার  হলে ভাল হয়। 

আরও পড়ুনঃ

Coinbase  Account করার নিয়ম

আজ  আমরা দেখব কিভাবে ফ্রীতে বিটকয়েন মাইনিং করে উপার্জন করতে পারি। এর জন্য আপনার বেশ কিছু উপকরন থাক্তে হবে যেমনঃ 

১। একটা Email অ্যাকাউন্ট থাকতে হবে।

২। High Speed Internet Connection থাকতে হবে।

৩। মোবাইল অথবা ডেক্সটপ কমপিউটার  থাকতে হবে।

 ৪। পেমেন্ট গেটওয়ে হিসাবে Coinbase Account থাকতে হবে।

 

ফ্রীতে বিটকয়েন মাইনিং করার জন্য এখাবে ক্লিক করুন  >>> ফ্রীতে বিটকয়েন মাইনিং

>>   User Name দিন

>>  আপনার  Email নাম্বার দিন

>> পাস ওয়ার্ড দিন

>> এর পর Trams & Conditions এ টিক দিয়ে Submit করুন।

bitcoin mining

আরও বিস্তারিত জানতে  ভিডিও টি দেখে নিতে পারেন। আর কোন কিছু জানার  থাকলে Comments করুন। ধন্যবাদ  সবাইকে, আল্লাহ হাফেজ

আরও পড়ুনঃ

>>>Work from Home- Easy task Per Day $15 – Picoworkers Bangla Tutorial

>>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

Leave a Reply