[lwptoc min=”2″ depth=”6″]
মনের কথা বুঝবে হেলমেট
যে কেউ এই স্মার্ট হেলমেট পরে ঘুরে বেড়াতে পারবে। গবেষকরা জানিয়েছেন , এর মাধ্যমে মস্তিস্কের সমস্যা জনিত কারন গুলো, মানসিক অস্থিরতা, স্ট্রোকের মতো বিষয়গুলো আরও নিবিড়ভাবে অনুসন্ধান করতে পারবে।
আরও পড়ুন:
এই বিশেষ হেলমেটটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লাগার কথা জানিয়েছেন স্টার্টআপ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান জনসন। এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি ডলার। সফলভাবে এটি তৈরির পর বাজারজাতেরও উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা তা হাতে পেতে যাচ্ছে।
- এটি সহজেই মানুষের মনের ভাষা শনাক্ত করতে পারবে।
- এটি মস্তিষ্কের বয়স বেড়ে যাওয়া, মানসিক রোগ বা এর পেছনের কারণ এবং বিভিন্ন মেটাফিজিক্যাল ডিসঅর্ডার শনাক্ত করার কাজ করতে সক্ষম।
- এই স্মার্ট হেলমেট এর মাধ্যমে আপনি উচ্চ রক্তচাপ ও কোলেস্টরল স্বাভাবিক আছে কী না সেটি পরীক্ষা করতে পারবেন।
- এই হেলমেটের ওজন দুই পাউন্ডের মতো
- আগামী ১০ বছরের মধ্যে হেলমেটটি স্মার্টফোন রেঞ্জে পাওয়া যাবে ।
আরও পড়ুন:
এই স্মার্ট হেলমেট টি কিনতে গ্রাহকদের গুনতে হবে ৫০ হাজার ডলার। তবে ২০৩০ সাল নাগাদ এই হেলমেটের দাম একটা স্মার্টফোনের দামে নামিয়ে আসতে চায় সংস্থাটি । জনসন জানান, হেলমেট ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে।
খবর : এনডিটিভি অ্যান্ড গুগল নিউজ