অ্যাড ফ্রি ইউটিউব – জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করেন না এমন মানুষ খুবি কম। সম্প্রতি Google তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিশ্বে ইউটিউবের মোট দর্শকের সংখ্যা ২০০ কোটিরও বেশী এবং প্রতিদিন ১০০+ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় ইউটিউবে।
YouTube দেখা যায় দুইটি মাধমে – এক YouTube Web
YouTube বিশেষ করে বিনোদন ও শিক্ষার অন্যতম উপকরণ। সেই সঙ্গে অর্থ উপার্জনের অন্যতম প্ল্যাটফর্ম। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার ডলার উপার্জন করছে। আর ইউটিউবের আয়ের প্রধান উৎস হচ্ছে অ্যাড।
এই অ্যাড দেখানোর ফলে যে অর্থ আয় হয় তার ৭৫% Content Creator গন পেয়ে থাকে।
[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]
অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
আমরা সাধারণ ব্যাবহারকারী যখুন ইউটিউবে গুরুত্বপুণ্য ভিডিও দেখি তখুন অনেক মাত্রায় অ্যাড দেখায়, যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই অ্যাড ফ্রী ইউটিউব ভিডিও কিভাবে দেখা যায় সেই বিষয় নিয়ে আজকের আয়োজন। তো চলুন দেখে নেই।
প্রথম প্রদ্ধতিঃ
- প্রথমত ইউটিউবে যান।
- যে Video Play করবেন সেটি সিলেক্ট করুন।
- এবার ভিডিওর URL এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন।
ধরুন, আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/bangladesh, তাহলে সেক্ষেত্রে www.youtube.com./bangladesh এই ভাবে URL ব্যবহার করুন। এবার দেখুন ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখাবেনা।
এখানে মূলত URL এর মধ্যে একটি ডট ব্যবহার করলে YouTube মুলত HostName Normalize করে না। এক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার কারণে পেজটি একাধিক ভাগে ভিজিটরের কাছে পৌঁছে যায়। এর ফলে কোনো বিজ্ঞাপন দেখায় না ।
আরও পড়ুনঃ
চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল
দ্বিতীয় প্রদ্ধতিঃ
- প্রথমত Google Chrome অথবা Firefox Browser Open করুন ।
- Google Chrome Setting থেকে Extension এ যান।
- Firefox এর setting থেকে Ad One এ যান।
- এবার Ad block for YouTube Ad One/ Extension টি ইন্সটল করুন। ব্যাস কাজ শেষ।
তৃতীয় প্রদ্ধতিঃ
YouTube Premium Membership নিলে এড ফ্রী ভিডিও দেখতে পাবেন ১৫০ টাকা Monthly Package.
মোবাইল থেকে কি ভাবে দেখবঃ
মোবাইল থেকে অ্যাড ফ্রী ভিডিও দেখতে হলে Google Chrome Brower App ইন্সটল করুন এবং YouTube ওপেন করে লগইন করে নিন। এবার আপনার পছদের ভিডিও Search করে ইচ্ছে মতো অ্যাড ফ্রী ভিডিও দেখুন।
প্রথম প্রদ্ধতি অনুযায়ী মোবাইল থেকে অ্যাড ফ্রী ভিডিও দেখতে চাইলে
ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘ Request Desktop Site ’ অপশন সিলেক্ট করতে হবে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিছু জানার থাকলে কমেন্ট করুন । এই করোনা কালীন সময়ে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ্ হাফেজ
আরও পড়ুনঃ
>> How to Use YouTube Picture-in-Picture | পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের উপায়
>> পেটের চর্বি ও ওজন কমাতে কলার ভূমিকা
>> ডায়েট বা ব্যায়াম ছাড়াই পেটের চর্বি কমানোর কার্যকারী উপায়
>> Microsoft Office 2022 – Free Bangla Tutorial with PDF (Step by Step)
>> How To Get Free Articles to Earn Money $2500 Per Month | Paid for Articles Bangla |Make Money Online