ইন্টারনেট ডাটা – বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া কল্পনা করা যায় না। অফিসের কাজ থেকে শুরু করে, অনলাইন যোগাযোগ ও বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে ইন্টারনেট। অনেকই আছে দিনে একবেলা না খেতে দিলেও ইন্টারনেট ডাটা দিতে হবেই।
যেহেতু কম বেশি সবার কাছে স্মার্টফোন আছে। তাই ইন্টারনেটও কমবেশি সবাই ব্যবহার করে থাকেন। আর স্মার্টফোন মানেই মোবাইল ডেটা। যাদের বাসায় Broadband Internet তথা Wi-Fi ইন্টারনেট আছে, তাদের কথা আলাদা। কিন্তু যারা বাহিরে বেশি সময় থাকেন। তাদের জন্য মোবাইল ডাটা খুবি গুরুত্বপুণ্য।
অনেক সময় মোবাইলে ডেটা থাকে না, যখন কোন গুরুত্বপুণ্য কাজ করতে যান, তখন Signal দেয় আপনার ইন্টারনেট ডাটা শেষ। আপনি বুঝতেই পারছেন না কিভাবে রকেট গতিতে মোবাইল ডেটা শেষ হয়ে যাচ্ছে।
এমন সমস্যা অনেকেরই। এখন উপায় কি ? উপায় অবশই আছে। সেক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তো চলুন, জেনেনেই কীভাবে ইন্টারনেট ডেটা বাঁচাতে পারি !
[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]
রকেট গতিতে শেষ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডাটা? জেনে নিন ৪ গোপন টিপস
ইন্টারনেট ডাটা বাঁচানর উপায়ঃ
১। বেশি ডাটা খরচ করে এমন অ্যাপের ব্যবহার থেকে বিরত থাকুন।
প্রথমত যে অ্যাপ গুলো বেশি ডাটা খরচ করে এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিন। যেমনঃ বেশি বিজ্ঞাপন দেখায় এমন অ্যাপ থেকে দূরে থাকুন। ভিডিও শেয়ারিং আপ গুলো থেকে দূরে থাকুন। অপ্রয়োজনীয় আপ গুলো ডিলিট করে দিন এবং প্রয়োজনীয় আপ গুলো lite Version ব্যবহার করুন।
২। ইন্টারনেট ডেটা লিমিট করে দিন।
মনে করুন, আপনি চাচ্ছেন যে রোজ ১জিবি ডেটা ব্যবহার করবেন, তাহলে মোবাইল সেটিংস্ এ গিয়ে তা সেট করে দিতে পারবেন। এর ফলে ১জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। এই ডেটা সীমা সেট করা দারুণ একটি কৌশল। এখানে আপনাকে Information Cutoff এবং Charging Cycle এ ক্লিক করে আপনি ডেটা সেট করে দিতে পারবেন।
আরও পড়ুন:
ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে চলে যাবে ইমেইল
৩। ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থেকে এমন অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন।
অনেক অ্যাপ রয়েছে যা ব্যাকগ্রাউন্ডে সচল থাকে। এর ফলে ইন্টারনেট কানেক্ট পেলেই নিজে নিজে আপডেট করে নিচ্ছে আপনার অজান্তেই। এই কারনে আপনার ইন্টারনেট ডাটা রকেট গতিতে শেষ হয়ে যাচ্ছে। অ্যাপ সেটিংসে গিয়ে Auto Update পরিবর্তন করতে পারবেন । এর জন্য আপনাকে সেটিংসে গিয়ে শুধুমাত্র ওয়াই ফাই এর মাধ্যমে অটো আপডেট অপশনটি নির্বাচন করতে হবে। এর ফলে আপনার ফোনের অ্যাপগুলি শুধুমাত্র Wi-Fi Connect পেলেই আপডেট নিবে। অতিরক্ত Mobile Data খরচ কমে যাবে।
৪। মোবাইল ডাটা সেভার
প্রতিটা মোবাইলে এই অপশন রয়েছে। Mobile Settings এ গিয়ে ডেটা সেভার মোড পাবেন। সেখান থেকে Data Sever Mode টি অ্যাক্টিভ করে দিন। এটা একটি দুর্দান্ত উপায় ডেটা খরচ কমানোর জন্য।
আশা করি বিশায়টি বুঝতে পেরেছেন। আর কোন উপদেশ থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধনবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ
আরও পড়ুন:
>> ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে চলে যাবে ইমেইল
>> How To Money Transfer Payoneer to Bkash – ফ্রিল্যান্সিং এর টাকা এখন বিকাশে