অ্যান্ড্রয়েডের সেরা ৫ ক্লিনার অ্যাপ

Share Now!


ক্লিনার অ্যাপ

ক্লিনার অ্যাপ – ডিজিটাল এই প্রযুক্তির যুগে Virtual দুনিয়ায় ফোন নিয়ে কেটে যায় সারাটা দিন। ইন্টারনেট চালু রেখে কোন কাজ করতে গেলে নানান এড ও অফার চলে আসে। ক্লিক করলেন তো বিপদ ডেকে আনলেন। এসব এড কিংবা লিংকে্র মাধমে হ্যাকারগন ছড়িয়ে  থাকে ভাইরাস এবং ম্যালওয়্যার।

এরপর এই ভাইরাস এবং ম্যালওয়্যার এর মাধমে ফোনের তথ্য হ্যাক করে থাকে, পরতে হয় নানান রকম ঝামেলায়। এজন্য নিয়মিত আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ক্লিন করা খুবি জরুরী।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

Best Phone Cleaner Apps – অ্যান্ড্রয়েডের সেরা ৫ ক্লিনার অ্যাপ

তবে এ ব্যাপারে কেহই গুরুত্ব দেয় না। বড় কোনো ঝামেলায় না পড়া পর্যন্ত।  আপনার ফোনটি স্টোরেজ নিয়মিত ক্লিন করলে আপনার সাধের ফোনটির আয়ু বাড়াবে। তো চলুন জেনে নেওয়া যাক কিছু ক্লিনার অ্যাপ সম্পর্কে। যা আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুবই উপকারী-

১। ফাইলস বাই গুগল (Files by Google)

বিনামূল্যে ফোনের অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলে ফোনের স্টোরেজ ক্লিন করতে সেরা একটি ক্লিনার অ্যাপ ফাইলস বাই গুগল। এই ফাইলস বাই গুগল (Files by Google) অ্যাপটির ক্লিন ট্যাব ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যায়।

আপনার স্মার্টফোনে্র অপ্রয়োজনীয় Storage দখল করে আছে, এমন ফাইল ও অ্যাপ সম্পর্কে ক্লিন ট্যাব থেকে জানতে পারবেন। যেমন জাংক ফাইলস, ডুপ্লিকেটস, ব্যাকাপ নেওয়া ফটো বা অব্যবহৃত অ্যাপ, ইত্যাদি এই ট্যাবে দেখতে পাবেন। 

এরপর যেসব ফাইল দরকার নেই, সেগুলো সিলেক্ট করে ডিলিট করা যাবে। আবার ফাইল বাই গুগল অ্যাপের ব্রাউজ ট্যাব থেকে ফোনের স্টোরেজ ম্যানুয়ালি ম্যানেজ করার যায়। এছাড়াও Files by Google অ্যাপটির সবচে ভাল দিক হলও শেয়ারইট এর মত অ্যাপ, ছবি, ভিডিও, ইত্যাদি অ্যান্ড্রয়েড ডিভাইসসমূহের মধ্যে অফলাইনে শেয়ার করা যায়।

আরও পড়ুনঃ

Make Money Online 2022 – Earn Up To 7$ Per Signup – Part Time Jobs – Earn Money From Home

২। ড্রয়েড অপটিমাইজার (Droid Optimizer)

অ্যান্ড্রয়েড ক্লিনার টুল হিসেবে ড্রয়েড অপটিমাইজার (Droid Optimizer) বেশ জনপ্রিয় একটি অ্যাপ। এটির ইন্টারফেস বেশ সহজ। Droid Optimizer অ্যাপটিতে রয়েছে র্যাংকিং সিস্টেম, যা মূলত ব্যবহারকারীকে ডিভাইস রেগুলার চেক করতে উদ্ধুদ্ধ করে। অ্যাপটি ব্যবহার করে একদম সহজ, এক ক্লিকে ক্লিন করা যাবে যে কোনো স্মার্টফোন। প্রতি ক্লিন-আপ এর জন্য পয়েন্ট প্রদান করে থাকে। 


৩। সিক্লিনার (CCleaner)

এটি বেশ জনপ্রিয় একটি ক্লিনার অ্যাপ। যেটি কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার AVAST এর মোবাইল স্টোরেজ ম্যানেজমেন্ট অ্যাপ। সিক্লিনার (CCleaner) অ্যান্ড্রয়েড অ্যাপটি পারফেক্ট না হলেও অন্যসব স্প্যামি অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপ থেকে অনেক ভালো কাজ করে।

CCleaner মূলত Multi-Feature সমৃদ্ধ অ্যান্ড্রয়েড অ্যাপ যা ফোনের স্টোরেজ এনালাইজ করে এবং অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে ক্লিন করতে সহায়তা করে।

৪। অল-ইন-ওয়ান টুলবক্স (All-in-One Toolbox )

অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলে ফোনের স্টোরেজ খালি করা যেমনটা গুরুত্বপূর্ণ বিষয়। তেমনি ব্যাটারি হেলথ, সিপিইউ টেম্পারেচার, ইত্যাদি জানাটাও গুরুত্বপূর্ণ বিষয় যা এই All- in-One Toolbox অ্যাপ দিয়ে।

অল-ইন-ওয়ান টুলবক্স (All-in-One Toolbox) অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড phone এর টেম্পরারি ফাইলসমূহ ক্লিন করা যাবে, ক্যাশ ডাটা ডিলিট করা যাবে, অব্যবহৃত ফাইলসমূহ ও এম্পটি ফোল্ডার মুছে ফেলা যাবে। অ্যাপটি ব্যবহার করে মাত্র এক ক্লিকে ডিভাইসে থাকা সকল ফাইল এনালাইজ করতে পারবেন।

৫। এসডি মেইড (SD Maid )

এসডি মেইড (SD Maid) অ্যাপটি অতি সাধারন স্টোরেজ ক্লিনার অ্যাপ। অ্যাপটি ওপেন করে কয়েকটি সহজ ধাপে ক্লিন করা যাবে স্মার্টফোনের স্টোরেজ। অ্যাপটিতে থাকা ক্রোপস ফাইন্ডার ফিচারটি ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইল ও ফোল্ডার মুছে ফেলা যাবে। System Cleaner Feature Option দিয়ে স্টোরেজে থাকা কমন File and Folders ডিলিট করা যাবে।

SD Maid অ্যাপটিতে দেখা মিলবে Storage Analisis Feature, যা ব্যবহার করে বড় ফাইলসমূহ ডিলিট করা যাবে। এছাড়াও একাধিক অ্যাপ একইসাথে Select করে রিমুভ করা যাবে।

       ৬। নর্টন ক্লিন (Norton Clean)

সিমেনটেক (Simentech) এর নর্টন এন্টিভাইরাস এর নাম শুনে থাকবেন অনেকেই। Norton Antivirus এর ডেভলপার দ্বারা তৈরি অ্যাপ হলো নর্টন ক্লিন (Norton Clean)। ফোনে থাকা অপ্রয়োজনীয় Junk ফাইলসমূহকে বাদ দিয়ে স্টোরেজ খালি করতে সাহায্য করে নর্টন ক্লিন অ্যাপটি।

ফোনের স্টোরেজে সার্চ করে ও ক্যাশ মুছে ফেলে, জাংক ফাইল ডিলেট করে দেয় ও অব্যবহৃত অ্যাপ ডিলেট করতে সাহায্য করে। 

৭। এভিজি  ক্লিনার অ্যাপ (AVG Cleaner App)

AVG Cleaner App আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সুরক্ষা, গতি বাড়ানো এবং পরিষ্কার করার জন্য একটি বিশেষ  অ্যাপ্লিকেশন, এটি দুটি ভার্সন (Android & Os) সমর্থন করে এবং আপনি এটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন।

AVG Cleaner অ্যাপটি হল একের ভিতর তিন। কারণ এটি আপনার ফোনের ক্ষতি করতে পারে এমন যে কোন ফাইল থেকে ভাইরাস মোকাবেলা করে, এন্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর পাশাপাশি এটি যেসব অ্যাপ্লিকেশন ব্যবহার হয়না সেগুলি দেখা যায় এবং সেগুল থেকে ব্যাটারিও বাঁচায়।

 

আরও পড়ুনঃ

>>> অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

>>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

>>> স্মার্টফোন স্টোরেজ খালি করার উপায় – স্লো ফোন ফাস্ট করার উপায়

Leave a Reply