যে আমল করিলে মানুষের জীবিকার অভাব হবে না

Share Now!

ইয়া-ওয়াহহাবু

জীবিকার অভাব – আল্লাহ তাআলা তাঁর পরিচয় দিয়ে যে সুরা নাযিল করেছেন তা হলো সুরা আল-ইখলাস । এই সুরায় আল্লাহ তাআলা তাঁর গুণ ও পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, আল্লাহুস সামাদ বা আল্লাহ অমুখাপেক্ষী

হাদিসে পাকে আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির-আজকার, তাসবিহ-তাহলিলের অনেক ফজিলত বর্ণনা রয়েছে। হাদিসে বর্ণনায় এসেছে, মানুষ যদি আল্লাহর এই সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর যথাযথ আমল করে তবে ফজিলত লাভের পাশাপাশি অনেক উপকৃত হবেন। আর তাঁর গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিতা হলো পরকালে জান্নাত লাভ। যদি সে কবিরা গুনাহ না করেন । 

[lwptoc min=”2″ depth=”6″]

যে আমল করিলে মানুষের জীবিকার অভাব হবে না

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, ‘ আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে লাভ করবে।’

আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম সমূহের মধ্যে ‘ আস-সামাদু (اَلصَّمَدُ) ’একটি গুণবাচক নামএই আমল করলে দুশমনের আক্রমণ এবং ক্ষুধার যন্ত্রণা সহ অনেক কল্যাণ লাভ হয়।

 

আরও পড়ুনঃ মাজহাব মানেই কি বিভক্তি? | মিজানুর রহমান আজহারি

 

আল্লাহর গুণবাচক নাম ‘ আস-সামাদু (اَلصَّمَدُ)-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

اَلصَّمَدُ

উচ্চারণ : আস-সামাদু 
অর্থ : ‘তিনি কারো মুখাপেক্ষী নন; অভাবমুক্ত; স্বয়ংসম্পূর্ণ; সবাই তাঁর মুখাপেক্ষী’

মনে রাখতে হবে
মানুষ যখন ভয়ে-আতংকে মুষড়ে পড়ে তখন তাঁর কাছে কেহ ছুটে গেলে তিনি তাতে প্রশান্তি লাভ করেন। 

 

আরও পড়ুনঃ হযরত আদম (আঃ) এর জীবনী | Life of Adam and Lessons from it (2021) | মিজানুর রহমান আজহারি

 

ফজিলত
>> যে ব্যক্তি সাহরির সময় অথবা মধ্যরাতে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নাম  ‘ আল-সামাদু (اَلصَّمَدُ) ’

 ১১৫ বার পাঠ করে আল্লাহ তাআলা তাঁকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং দুশমনের হাত তার শরীরে লাগবে না অর্থাৎ দুশমনের আক্রমণ থেকে তাঁকে রক্ষা করবেন।

>> যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ‘ আল-সামাদু (اَلصَّمَدُ) ’ পাঠ করে; সে ব্যক্তি কখনো ক্ষুধার্ত হবে না।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে সব সময় তাঁর পবিত্র গুনবাচক নাম ‘ আল-সামাদু (اَلصَّمَدُ) ’-এর জিকির বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply