ধন-সম্পদ বৃদ্ধির আমল

Share Now!

ধন-সম্পদ বৃদ্ধির আমল

ধন-সম্পদ বৃদ্ধির আমল – প্রিয়নবি হযরত মহাম্মাদ (সঃ) এক  হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।

[lwptoc min=”2″ depth=”6″]

ধন-সম্পদ বৃদ্ধির আমল

দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমল করলে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে আল-ওয়াঝেদু (اَلْوَاجِدُ) ’ একটি গুণবাচক নাম। নিরবে ও নির্জনে এ আমলটি করলে আল্লাহ তাআলা ধণ-সম্পদ বৃদ্ধি করে দেন।

 

আরও পড়ুনঃ হযরত আদম (আঃ) এর জীবনী | Life of Adam and Lessons from it (2021) | মিজানুর রহমান আজহারি

 

আল্লাহর গুণবাচক নাম ‘আল-ওয়াঝেদু (اَلْوَاجِدُ) ’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘ আল-ওয়াঝেদু (اَلْوَاجِدُ)
অর্থ : ‘এমন মুখাপেক্ষীহীন সত্তা, যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন’

ফজিলত
>> যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ‘আল-ওয়াঝেদু (اَلْوَاجِدُ) ’ পাঠ করবে; তা ওই ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে।

আরও পড়ুনঃ মাজহাব মানেই কি বিভক্তি? | মিজানুর রহমান আজহারি

 

>> যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ‘আল-ওয়াঝেদু (اَلْوَاجِدُ) ’ পাঠ করবে; সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব অসচ্ছল মানুষকে তাঁর গুনবাচক নাম ‘আল-ওয়াঝেদু (اَلْوَاجِدُ) ’-এর ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুনঃ 

যে আমল করিলে মানুষের জীবিকার অভাব হবে না

নেক হায়াত বৃদ্ধি ও সুস্থতা লাভের আমল ও দোয়া

Leave a Reply