বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক, সাথে ৪০ লাখ টাকার অনুদান

Share Now!
বিনামূল্যে প্রশিক্ষণ
বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক, সাথে ৪০ লাখ টাকার অনুদান

বিনামূল্যে প্রশিক্ষণ – এবার বাংলাদেশে উন্মুক্ত হতে যাচ্ছে  ‘ Asia Pacific Community Accelerator ‘। মেটার এই  প্রোজেক্ট এর  লক্ষ্য হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের সঠিক নেতৃত্ব বিষয়ক দক্ষতা বিকাশে সাহায্য করা। যেন তারা এই ভার্চুয়াল দুনিয়ায় ডিজিটাল টুলস ব্যবহার করে তাদের কমিউনিটির সঠিক ব্যবহার করতে পারে।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক, সাথে ৪০ লাখ টাকার অনুদান

ফেসবুক কর্তৃপক্ষ এক  বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ফেসবুক কর্তৃক নির্বাচিত কমিউনিটি গ্রুপকে, মেটা’র গ্লোবাল গিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার অর্থাৎ (প্রায় ৪০ লাখ টাকা) অনুদান দেবে।

যার ফলে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী  এই টাকা  পরিকল্পনা গ্রহণ করে কাজে লাগাতে পারবে। এছাড়াও কমিউনিটি লিডারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃক।

মেটা’র Social Impact and Communities – এর প্রধান সিদ্ধার্থ স্বরূপ বলেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন।আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।

Asia Pacific অঞ্চলে ৬টি দেশ রয়েছে – বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবে। জারা আবেদন করবে, তাদের অবশ্যই  একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে এবং  এক বছরের বেশি সময় ধরে চালু  থাকতে হবে।

মেটা’র কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রাম  সম্পর্কে  বিস্তারিত জানতে ভিজিট করুন – www.facebook.com/community/accelerator 

আরও পড়ুনঃ

>> জনপ্রিয় ৫টি ফটো এডিটিং অ্যাপ

>> অচেনা ৫টি গুরুত্ব ইউটিউব ফিচার যা এতদিন জানতেন না

>> ফেসবুকের বিকল্প মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া ” Viva Engage “

 

Leave a Reply