সাইবার অপরাধ থেকে বাঁচতে যেসব বিষয় এড়িয়ে চলবেন

Share Now!

সাইবার অপরাধ – প্রতিনিয়ত ইন্টারনেটের ব্যবহার বেড়েই চলেছে। অনেক কাজকর্ম  এখন ঘরে বসেই অনলাইনে সেরে ফেলছি আমরা। কি নেই এখন অনলাইনে, এটা একটা ভিন্ন জগত, সকল জিনিস পত্র এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে। এই অনলাইন এর অন্তরালে রয়েছে অপরাধ চক্র। বর্তমানে, একটি উল্লেখযোগ্য বিষয় হলো সাইবার অপরাধ। অনলাইনে কাজকর্ম করতে গিয়ে নানাভাবে, নারী-পুরুষ অনেকেই সাইবার অপরাধের ফাঁদে পড়ছেন।

অনলাইনে যে সব বিষয় গুলো এড়িয়ে চললে এই অপরাধের ফাঁদ থেকে বাঁচতে পারা যায় ।সাইবার ক্রাইম থেকে বাঁচতে করণীয় বিষয় গুলো নিয়েই আজকের আয়োজন ।

আরও পড়ুনঃ সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনার ৭টি উপায়

সাইবার অপরাধ

সাইবার অপরাধ থেকে বাঁচতে যেসব বিষয় এড়িয়ে চলবেন

একটু সর্তক আর কিছু বিষয় এড়িয়ে চললে সহজেই  সাইবার অপরাধ  নামক বিষয়  থেকে রক্ষা পাওয়া সম্ভব। যেভাবে বাঁচবেন সাইবার অপরাধ থেকে,  তো চলুন এ বিষয়গুলো জেনে নেই।

আরও পড়ুনঃ  হারিয়ে যাওয়া ফোন ব্লক করবেন যেভাবে

এ প্রসঙ্গে সাইবার ক্রাইম (Cybercrime) এসোসিয়েশন ফাউন্ডেশন  – এর ফেসবুক  পেইজে  ও ব্লগে কিছু পরামর্শ দিয়ে যা বলেছেন তা হলঃ

১। নিয়মিত তথ্যপ্রযুক্তি বা সাইবার সচেতনতা বিষয়ক পড়াশোনা করা।

২। অন্যের ডিভাইসে লগইন না করা।

৩। কঠিন পাসওয়ার্ড ও তথ্য সুরক্ষা (প্রাইভেসি) নীতিমালা মেনে চলা।

৪। মাসে অন্তত ১০ জনের সঙ্গে সাইবার সচেতনতা বিষয়ে আলোচনা করা।

৫। ব্যবহৃত সফটওয়্যার নিয়মিত আপডেট করা।

৬। সমাজের জন্য ক্ষতিকর কোনো কনটেন্ট পাওয়া মাত্র রিপোর্ট করা।

৭। অপরিচিত কিংবা ঝুঁকিপূর্ণ ওয়েব লিংকে ক্লিক না করা।

৮। পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা অথবা না করা।

৯। কাউকে আহত করে অনলাইনে পোস্ট, মন্তব্যসহ যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকা।

১০। সাইবার সচেতনতা বিষয়ে অন্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা।

আরও বলা হয়েছে, যাচাই এবং শতভাগ সত্যতা ছাড়া কোনো কনটেন্ট কোথাও বা কারও সঙ্গে শেয়ার না করা।

আপনি কি সেক্স টোরশন বিষয়ে জানেন? শব্দটি একেবারে নতুন, তাই না? তাহলে বিষয়টি জানতে পরতে থাকুন আর নিজেকে সুরক্ষার উপায় বুঝে নিন।

আশা করি উপরোক্ত বিষয় গুলো মেনে চললে সাইবার অপরাধ নামক ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে 

Cyber Crime, Cybercrime definition, Types of Cybercrime, what is cybercrime, what is cybersecurity, cyberwar, সাইবার যুদ্ধ

আরও পড়ুনঃ স্মার্টফোন চুরি প্রতিরোধে সহায়তা করবে ‘থিফগার্ড’ অ্যাপ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.