লেখা ও মুখের কথা অনুবাদ করতে সক্ষম – নিউইয়েস স্ক্যান রিডার পেন থ্রি

Share Now!
স্ক্যান রিডার পেন
লেখা ও মুখের কথা অনুবাদ করতে সক্ষম – নিউইয়েস স্ক্যান রিডার পেন থ্রি

 

স্ক্যান রিডার পেন থ্রি (Scan Reader Pen 3) – বিদেশ ভ্রমণের সময় সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে সমস্যায় পরতে হয় তা হল ভাষা। আর তা যদি হয় হিব্রু, ফরাসি, চাইনিস, জার্মানি, স্প্যানিশ ও পর্তুগিজ এর মত জটিল ভাষা। ইংরেজিতে আমরা কমবেশি একটু আধাটু বলতে ও বুঝতে পারি। 

এই ভাষা জটিলতার কারনে বিদেশ ভ্রমণ জেনো বিশাদে পরিণত হয়। আর এই সমস্যার সমাধান করতে বাজারে আসছে  “NEWYES Scan Reader Pen 3 Pro

’। যা দিয়ে আপনি যেকোনো লেখা ও মুখের কথা অনুবাদ করতে পারবেন। বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে, আর কত কি যে উদ্ভাবন হতে বাকি আছে তা আল্লাহই ভাল জানেন।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

লেখা ও মুখের কথা অনুবাদ করতে সক্ষম – নিউইয়েস স্ক্যান রিডার পেন থ্রি

যে কোন লেখার ওপর ‘স্ক্যান রিডার পেন’ টি ধরলেই ব্যবহারকারীদের নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়ে শোনাতে পারে। মুখের কথাও সরাসরি অনুবাদ করে শোনাতে পারে  এই স্মার্ট কলমটি। যার ফলে ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে স্বচ্ছন্দে মিটিং করা যায়। শুধু তাই নয়, এর ফলে পথচারীদের কথা অনুবাদ করেও পথ চলা যায়।

বাংলাসহ ১১২টি ভাষায় শব্দ ও কথা অনুবাদ করতে সক্ষম এই স্মার্ট কলমটি । প্রতি মিনিটে প্রায় ৫০০ অধিক শব্দ অনুবাদ করে শোনাতে পারে।  ৯৮ % সঠিক ফলাফল দেওয়ায় ‘স্ক্যান রিডার পেন’ টি কাজে লাগিয়ে স্বচ্ছন্দে বই পড়ার পাশাপাশি ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে কথা বলা সম্ভব।

লেখা ও ভাষা অনুবাদ করার পাশাপাশি এই কলমটি  শব্দও  স্টোর করতে সক্ষম । শুধু তাই নয়, এমপি থ্রি ফরম্যাটের গান সংরক্ষণের সুযোগ থাকায় আপনি চাইলে গানও শুনতে পারবেন। এই ডিভাইস টি কিনতে গুনতে হবে  ১৯৯ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৮ হাজার ৫৯৭ টাকা

সূত্র: অনলাইন নিউজ, নিউইয়েস

 

আরও পড়ুনঃ 

>> সেরা ৭টি নিরাপদ মেসেজিং অ্যাপের তালিকা

>> ডিজিটাল মুদ্রা চালুর আভাস দিলেন অর্থমন্ত্রী

>> টিকটকে আয়ের নতুন সুযোগ আসছে

 

Leave a Reply