ওয়াইফাই সুবিধা সহ অনেক নতুন ফিচার নিয়ে হাজির বাটন ফোন – Geo Phone T15

Share Now!
Geo Phone T15
Geo Phone T15

Geo Phone T15 – সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই , আশা করি সবাই ভালো আছেন।
আমার হাতে যে বাটন ফোন তথা ফীচার ফোন দেখছেন। এটা দেখতে বাটন ফোন হলেও এর কার্যকরীতা অসাধারণ। এতে রয়েছে ওইফাই সুবিধা , ফেসবুক, গুগল, Youtube, whatup সহ অনেক ফিচার রয়েছে এই ফোনটিতে।

আরো অবাক হবে যে এই ফোনটিতে রয়েছে বিল-ইন ইনফ্রারেড থার্মোমিটার। যা দিয়ে খুব সহজেই , এই মহামারী করোনা কালীন  সময়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারবেন।আরো রয়েছে 4G ইন্টারনেট হটস্পট সুবিধা যার ফলে এই ফোন কে ব্যবহার করতে পারবেন পকেট রাউটার হিসাবে। এই ফোন সম্পর্কে বিস্তারি জানাব। 

[lwptoc min=”2″ depth=”6″ smoothScroll=”1″ smoothScrollOffset=”24″ float=”left”]

 

ওয়াইফাই সুবিধা সহ অনেক নতুন ফিচার নিয়ে হাজির বাটন ফোন – Geo Phone T15

৳ 2443.00

এবার আসুন জেনে নেই।এই ফোনটিতে আরো কি কি সুযোগ সুবিধা রয়েছে।

Specification:

ফোন নাম:              GEO Phone
মডেল:                   T15
বডি মেটেরিয়াল:   ম্যাট প্লাস্টিক ফ্রেম

Screen Size:          2.4 Inches

Body Dimensions(in mm) :   130.8*53.6*3mm
Weight(in gms) :                        105g
Keyboard:                                   Front Keyboard Plastic
Sim:                                              Dual SIM Dual standby (Micro)

Display Screen Type:       TFT
Screen Resolution :          320 X 240 Pixels
Screen Size(inches) :        0.154*0.154
PPI(pixels per inch) :       262 K

এতে ব্যবহার করা হয়েছে KaiOs Operating system এবং Processor হচ্ছে Quad_Core ARM© Cortex©-A53 ও IMG GE8100@350 MHz

এই ফোনটিতে ইন্টারনাল মেমোরি হিসাবে ব্যবহার করা হয়েছেঃ RAM: 512 MB (EMCP) এবং ROM : 4 GB এছাড়াও এক্সটার্নাল মেমোরি হিসেবে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ৩২ জিবি ।

এবার ক্যামেরা র কথা যদি বলি , ফ্রন্ট ক্যামেরা হিসাবে 2 Mega Pixel এবং ব্যাক কামেরা হিসাবে 2 Mega Pixel Real Camera ব্যবহার করা হয়ছে।

Temperature Measurement Index
Measuring range:      0-42 °C
Measuring term:        Normal model: 2-3 seconds,
Exactly model:           3-5 seconds

Measuring tolerance:    +/-0.2°C
Ambient temperature:   -0.2°C

 

এবার আসুন জেনে নেই, এই ফোনটিতে কি কি ফিচার রয়েছেঃ

১। ইনফ্যারাট থার্মোমিটার
২। 2 MP MP Rear | 2 MP Front Camera
৩। 512 MB RAM
৪। 4 GB ROM
৫। 1700 mAh battery
৬। 4G Network + Hotspot Pocket Router
৭। ডুয়াল সিম Suppoted
৮। ওয়াইফাই সুবিধা
৯। Support Google Maps / Google Voice Assistant / Youtube / Google Search / Facebook / WhatsApps
১০। Game
১১। ৫০০+ আপস ফ্রী
১২। Fast Charger

এবার জেনে নিবো, এই ফোনটিতে কি কি অসুবিধা রয়েছে।

১। ডিসপ্লে ছোট
২। ডিসপ্লে তে সাইড থেকে নেগেটিভে দেখায়
৩। কোন টাচ স্ক্রীন পাছেন না । সব কাজই কীবোর্ড নির্ভর
৪। দামটা তুলনা মুলক ভাবে একটু বেশি
৫। স্পীকার সাউন্ড খুব একটা বেশি নয়

আশা করি, বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি । আর্টিকেল টি পড়ার জন্য অসংখ ধন্যবাদ। সবাই ভাল থাকবেন । আল্লাহ্‌ হাফেজ

Also More:

প্রতিদিন ৫ থেকে ৭ ডলার সাথে লোভনীয় অফার | BlockSmash Review | Make Money Online

লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উপার্জন করুন শত ডলার । ডাটা এন্ট্রি কাজ । পেমেন্ট বিকাশে

ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জনের ৭টি সহজ উপায় | Make Money on Instagram

 

Leave a Reply