ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এসএমএম একটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী পার্ট হচ্ছে টুইটার মার্কেটিং । Twitter Marketing সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
[lwptoc min=”2″ depth=”6″]
টুইটার কি?
টুইটার হচ্ছে অনেক পাওয়ার ফুল মাইক্রো-ব্লজ্ঞিং ও মার্কেটিং প্লাটফর্ম । এই টুইটার মার্কেটিং যদি ভাল ভাবে করতে পারেন তাহলে আপনি ভাল সেল জেনারেট করতে পারবেন । টুইটার বর্তমানে পাওয়ার ফুল মার্কেটিং অ্যামপ্লিফায়ার ।
আর পড়ুন : Mi Wifi Repeater Pro Review and Price
টুইটার হচ্ছে অনলাইন নিউজ ও সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম । আমারা ফেসবুক এ পোস্ট করলে তাকে বলে থাকি স্ট্যাটাস কিন্তু একই পোস্ট টুইটার এ করলে তাকে বলা হয় টুইট । টুইটার এ কিছু সিমাব্ধতা রয়েছে যেমন ফেসবুক এ আপনি পোস্ট করতে অক্ষর এর কোন সিমাব্ধতা নেই । কিন্তু টুইটার এ সর্বোচ্চ ২৪০ টি অক্ষর পর্যন্ত লিখে টুইট করতে পারবেন । টুইটার এ আপনার এফিলিয়েট অথবা পোস্ট url ব্যবহার করতে পারবেন তবে এই লিঙ্ক এর জন্য ২৩ অক্ষর পর্যন্ত কাজ করবে । টুইটার এ হাশ টাগ ব্যবহার হয়ে থাকে তাই কোন পোস্ট ভাইরাল করতে চাইলে সঠিক হাশটাগস ব্যবহার জানতে হবে । আমারা এই পোস্টে দেখব কিভাবে সঠিক ভাবে টুইট করা যায় ।
Best Powerful Twitter Marketing Ideas Bangla
আর পড়ুন : Best pulse oximeter price in bd | Specification and Review
১। কাস্টম টুইটার হেডার আপলোড করুনঃ
একাউন্ট সাইন আপ করার পর প্রথমত Header Image ও Profile Image আপলোড করুন । কারন আপনার টুইটার অ্যাকাউন্ট কে professional দেখাতে ও রিয়াল অ্যাকাউন্ট হিশাবে দেখাতে সহ্যায়তা করবে । আপনার Profile Picture এ কোম্পানির লোগো ব্যবহার করুন। এতে মানুষ খুব সহজে চিনতে পারবে।
Header Image প্রস্তাবিত মাত্রা 1500 × 500 পর্যন্ত এবং প্রোফাইল ইমেজ মাত্রা 400 x 400 or 200 x 200 পর্যন্ত । এবং ফাইল সাইজ maximum 5 MB
আপনার Twitter Marketing শিরোনাম চিত্রের জন্য আপনার বেছে নেওয়া এই image টি বেশিরভাগ টুইটার মোবাইল অ্যাপ্লিকেশনগুলিতে প্রদর্শিত হবে।
2. টুইটার আইডি তৈরি করুন
আপনি টুইটার Header Image ও Profile image upload করার পর এবার ইউজার আইডি তৈরি করুন । খিয়াল রাখবেন ইউজার নামটি যেন সহজ ও সাবলিল হয়। সংক্ষিপ্ত নাম ভাল কারন এটা খুব শহজে মনে রাখা যায়। এতে আপনার টুইটার অ্যাকাউন্ট দুত খুজে পাওয়া যাবে এবং মার্কেটিং এর জন্য সহায়ক হবে ।
বায়োতে ছোট করে লিখুন আপনি কে, আপনি কী করেন, আপনি কি সার্ভিস দিতে চাছেন এবং আপনার কোম্পানির নাম কী, ইত্যাদি ১৬০ অক্ষরের মধ্য পরিষ্কারভাবে লিখুন। কতজন গ্রাহক আছে সেটা উল্লেখ করতে পারেন। আপনি অন্য কোনও কোম্পানির সঙ্গে যুক্ত থাকলে সেগুলিকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করুন।
আর পড়ুন : How to Earn Money on Twitter | Twitter Marketing Bangla | Advance Twitter Marketing Strategy
৩। আপনার প্রোফাইল এবং লিঙ্ক দিয়ে প্রচার করুন
আপনার প্রোফাইল এ যদি পর্যাপ্ত ভিজিটর আসে তাহলে আমি সর্বাধিক ভিজিটর কোথায় পাঠাতে চান? আপনি প্রমশন লিঙ্ক টি আপনার Bio তে promote করতে পারেন ।
আপনার টুইটারের প্রোফাইলে আপনার ওয়েবসাইট, আপনার অন্যান্য সামাজিক মিডিয়া প্রোফাইলগুলি, আপনার ইমেল এবং অন্য যে কোনও জায়গায় এটি প্রাসঙ্গিকভাবে লিঙ্ক যুক্ত করে আপনার টুইটারের উপস্থিতি প্রচার করুন।
৪। আপনার আসল নাম ব্যবহার করুন
অ্যাকাউন্ট তৈরি ক্ষেত্রে নিজের নাম ব্যবহার করুন কারন সবাই ব্র্যান্ডের চেয়ে ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে পছন্দ করে থাকে এবং এটি আপনার প্রচারের প্রচেষ্টা আরও সহজ করে তুলবে।
৫। # হ্যাশট্যাগ দিয়ে প্রচার করুন
Twitter Marketing এ # হ্যাশট্যাগ একটি পাওয়ার ফুল সিস্টেম । আপনি #Tag যদি perfectly ব্যবহার করতে পারেন তাহলে আপনি যে কোন পোস্ট কে ভাইরাল করতে পারবেন ।
যদিও আপনার অল্প Visitor থাকে তার পরও এটি আপনার পোস্টকে নতুন লোককে আকৃষ্ট করার একটি শক্তিশালী উপায় হবে ।
আর পড়ুন : সফলতার জন্য প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি
৬। আগ্রহী ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন
যারা আপনার টুইট কে ভাল বাশে এবং আপনার টুইট কে রিটুইট করে তাদের কে মেসেজ করুন এবং আপনি যে পোস্ট টি promote করতে চাচ্ছেন সেই রেলাতেদ আইডি গুলকে মেসেজ ও request পাঠান ।
৭। রিটুইট বাড়ানোর জন্য টুইট-এ ছবি ও ভিডিও ব্যবহার করুন
টুইটার পোস্টে যদি ছবি ব্যবহার করেন তাহলে সেখানে ৮৯ শতাংশ বেশি লাইক ও শেয়ার পাবেন । তাই পোস্টের সঙ্গে প্রয়োজনীয় ছবি পোস্ট করুন। বিভিন্ন ডিসকাউন্ট বা স্পেশাল অফারের গ্রাফিক্স ডিজাইন করেও পোস্ট করতে পারেন।
৮. বিশেষ অফার দিন শুধু মাত্র ফলোওয়ার্স দের জন্য
আপনার অনুসরণকারীদের মধ্য কুপন অথবা বিশেষ অফার দিয়ে টুইটার এর মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করুন।
এটি করার একটি উপায় হ’ল যে কেউ আপনার টুইটকে রিটুইট করে থেকে এমন কাউকে একটি বিশেষ অফার দেওয়া। এবং তার মাধ্যমে আপনার পোস্ট টি ছড়িয়ে দেওয়া।
আর পড়ুন : করোনা পরবর্তী সময়ে চাকরীর বাজারে এগিয়ে থাকার ৭ টি উপায়
৯। একটি টুইটার ট্র্যাফিক প্রতিযোগিতা চালান
যে কেউ আপনার প্রতিযোগিতার পেজে সর্বাধিক ভিজিটর প্রেরণ করবে তাকে প্রতিযোগীদের মধ্য হতে বিজয়ী করবেন এবং পুরস্কার দিবেন ।
প্রত্যেক প্রতিযোগির জন্য একটি হ্যাশট্যাগ এবং একটি bit.ly শর্টলিঙ্ক ব্যবহার করুন যাতে আপনি সর্বাধিক ট্র্যাফিক কে প্রেরণ করেছে তাকে খুব সহজে খুজে পেতে পারেন।
১০। টুইটার ফলোয়াস বিদ্ধি করুন এবং Poll তৈরি করুন
টুইটার এর প্রান হল ফলোয়ার , ফলোয়ার না থাকলে আপনি মার্কেটিং (Twitter Marketing ) করে সুভিধা করতে পারবেন না । যদি না আপনি পাইড মার্কেটিং না করে । প্রতিদিন আপনি আপনার Neash related আইডি গুলতে ফলো করুন পরের দিন যারা আপনাকে ফলো ব্যাক করে নি তাদের আন-ফলো করে দিন এই ভাবে এক মাস কাজ করুন এমনিতেই অরগানিগ ফলোওয়ার পেয়ে যাবেন ।
আপনার পেজে Engagement বাড়ানোর ক্ষেত্রে Poll একটি অতি সহজ উপায় । অ্যাড টু নিউ টুইটে ক্লিক করে পোল আইকনে ক্লিক করুন। এরপর প্রয়োজনীর প্রশ্ন লিখে দিন সেখানে । এর ফলে User Engagement বাড়বে। পাশাপাশি মার্কেট রিসার্চ, ফিডব্যাক ও কনজিউমার রিসার্চও করতে পারবেন । বিশ্বের সফল নামি দামি ব্র্যান্ডগুলি কীরকম পোল করছে সেগুলি সম্পর্কে ও জানতে পারবেন।
আর পড়ুন : পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং – আউটসোর্সিং এর কাজ করে বাড়তি উপার্জন করুন
শেষ কথা:
উপরোক্ত বিষয় গুলো মেনে কাজ করলে আশা করি ভাল ফিডব্যাক পারবেন । ব্র্যান্ড সেচেতনতা বাড়ানো ও User Engagement বাড়ানোর জন্য টুইটার হল একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু বিশ্বে যত গুলো সোশ্যাল মিডিয়া আছে তাদের মধ্য টুইটার টুইট খুব তাড়াতাড়ি পুরনো হয়ে জায়। তাই এর মার্কেটিং নিয়ম ভিন্ন ।(Twitter Marketing )