Mi Wifi Repeater Pro Review and Price

Share Now!
mi wifi repeater pro
Xiomi Wifi Repeater Pro

আস-সালামু-আলিকুম,
Hello Viewers কামন আছে সবাই আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব । Mi WiFi Repeater Pro
আপনারা যে Device টি দেখছেন সেটা হল Xiomi Wifi Repeater Pro । অনেকেই একে Wi-Fi Booster, Wifi Amplifier আবার অনেকেই একে Wifi Extender বলে থাকে। এই ডিভাইস টির কাজ হল Low wifi Network Frequency কে Received করে High Wifi Network সরবারহ করে থাকে ।

Read More: Best pulse oximeter price in bd | Specification and Review

মনে করুন, আপনি একটা Wi-Fi Router লাগিয়েছেন একটা রুমে । আপনি থাকেন অন্য রুমে কিন্থু সেখানে ওয়াইফাই সিগন্যাল কম পায় । অথবা আপনার বন্দু থাকে নিচ তলায় আপনি থাকেন ৩ তলায় আপনি আপনার বন্দুর নেট ব্যবহার করতে চান । কিন্থু ওয়াইফাই সিগন্যাল কম পান নেট স্পীদ Slow দেখান । সে ক্ষেত্রে আপনি এই ডিভাইস ব্যবহার করলে নেট Slow ও সিগন্যাল দুরবল সমস্যা সমাধান করতে পারবেন ।
এই ডিভাইস দিয়ে একটা গ্রাম নেটওয়ার্ক এর আওতায় আনতে পারবেন। নিচে আলোচনা করা হল। কথা না বারিয়ে চলুন ডিভাইস টির Specification দেখে নেই।

Read More: কোন কাজে সফলতা পেতে হলে থাকতে হবে ৭ টি গুণ

Mi Wifi Repeater Pro Review and Price

=====================================

Mi WiFi Repeater Pro (2k meter Coverage Dual Antenna, 300Mbps)

Suppoted Up To 3G / 4G / 5G coverage in Bangladesh

Discount Price ৳1,100.00

======================================

Device Specification:

১। এই ডিভাইস টিতে রয়েছে দুইটি High gain Powerful অ্যান্টেনা। যা দিয়ে Wide area cover করবে এবং better performence দিবে।
২। এটিতে রয়েছে ওয়ারলেস সুবিধা যাতে আপনার তার টান্যানো জামেলা করতে হবে না ।
৩। তুলনা মুলক ভাবে অন্য অন্য Brand Router চেয়ে ভালো সার্ভিস দিবে এবং কম দামে পাবেন।
৩। এই ডিভাইস এর ডাটা ট্রান্সফার রেট 300 Mbps
৪। ২০০০ মিটার পর্যন্ত network Cover করবে ।
৫। এই ডিভাইস দিয়ে ৬৪ টি ওয়াইফাই ডিভাইস ব্যবহার করা যায় এক সাথে। যা Router দিয়ে ১০টির উপর করা যায় না।
৬। ওয়ারলেস হওয়াতে যেকোনো জায়গায় রাখা যায়।
৭। এতে রয়েছে বিলত-ইন প্লাগিন সিস্টেম।
৮। নেটওয়ার্ক খুব সহজে মানেজ করা যায় Mi Home App এর মাধ্যমে।

Xiomi Mi Wifi Repeater Pro ২০০০ মিটার পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক সরবারহ করে থাকে। আপনি ২০০০ মিটার পর পর এই Mi wifi Repeater pro ব্যবহার করলে অনাইয়াশে একটা গ্রাম Network Cover করা যায়।

Read More: KN 95 মাস্ক কি? – কোথায় পাবেন পাইকারি ও খুচরা মূলে দেখুন

Installation process:

প্রথমত ডিভাইস টি কারেন্ট এ ভাল করে প্লাগিন করবেন। ডিভাইস টিতে হলুদ বাতি জ্বলবে । এরপর Android ব্যবহার কারি Google play Store থেকে Mi Home App টি ইন্সটল করে নিবেন । একই পধতিতে আইফোন ব্যবহার কারি iOs Store থেকে অ্যাপ টি নামিয়ে নিয়ে জথারিতি ইন্সটল করে নিবেন।
এরপর Mi Home SignUp করে নিতে হবে।
এরপর Server Locaton UK,অথবা সিঙ্গাপুর অথবা India সিলেক্ট করে সার্চ দিবেন। Wifi Repeater Pro লোগো আসবে সেখানে ক্লিক করবেন।
এরপর Router এর password দিয়ে Ok করবেন। ২ থেকে ৫ মিনিটে এর মধ্য আপনার ডিভাইস টি Connect হয়ে যাবে। Connect হলে নীল লাইট জ্বলবে। Mi Wifi Repeater pro Setup Complite.
এবার মোবাইল এ Search দিলে আপনার Router এর যা নাম থাকবে এর সাথে প্লাস লেখা ডিভাইস শো করবে। সেখানে ক্লিক করে password দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

বিশেষ দ্রস্তাবঃ ডিভাইস টির পাশে Reset Button আছে । কখুন Router এর Password Change করলে । ডিভাইস টি Reset করে পনরায় সেটিং করে নিতে হবে ।

পোস্ট টা কামন লাগল কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল এ আমন্তন জানাছি । আপনাকে অশেষ ধন্যবাদ । পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য। ভাল থাকবেন সবাই । আল্লাহ্‌ হাফেজ

Read More: প্রেমিকার স্থান দখলে নিচ্ছে সেক্স রোবট – বিপর্যয়ে মানব সভ্যতা – যৌন কর্মীর ভূমিকায় রোবট

=====================================

Mi WiFi Repeater Pro (2k meter Coverage Dual Antenna, 300Mbps)

Suppoted Up To 3G / 4G / 5G coverage in Bangladesh

Discount Price ৳1,100.00

======================================

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.