Facebook Reels বানিয়ে প্রতি মাসে আয় করা যায় লক্ষ টাকা

Share Now!
Facebook Reels
acebook-Reels-বানিয়ে-প্রতি-মাসে-আয়-করা-যায়-লক্ষ-টাকা

Facebook Reels – বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে স্মার্টফোন সবার হাতে হাতে। বাঙালি ঘুরতে পছন্দ করে আর ছবি ও ভিডিও তোলা তো এক প্রকার নেশা। আর এই নেশা কে পেশা হিসাবে নিলে উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। এই ফেসবুক রিলস এর মাধমে, বিশ্বাস হচ্ছে না তালে Article টি সম্পুন্ন পড়ুন।

Reels হচ্ছে বর্তমান সময়ের ট্রেন্ডিং টপিকস যা YouTube Shorts এর মতো। বর্তমানে এই ফিচারটি বিশ্বব্যাপী প্রায় ১৫০টি দেশে চালু রয়েছে। তবে Facebook এর সহ প্রতিষ্ঠান Instagram এ অনেক আগেই এই ফিচার চালু করেছে। তবে অর্থ উপার্জন করা যেত না। কিন্তু এখন থেকে ফেসবুক ও ইন্সটাগ্রাম এ রিলস উপলোড করে খুব সহজেই অর্থ উপার্জন করা যায় Facebook Monetization Police র মাধ্যমে। এছাড়াও অনেক অনেক Task রয়েছে যার মাধমেও অর্থ দিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। 

নানা বিষয়কে কেন্দ্র করে এখন প্রায় সকলেই Reels বানাচ্ছে। আর কোনো একটি রিল যদি  ভাইরাল হয়ে যায় তাহলে তো কপাল খুলে গেল। তো চলুন দেখে নেই কিভাবে Reels বানিয়ে লক্ষ লক্ষ টাকা উপাজন করতে পারি।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

Facebook Reels বানিয়ে প্রতি মাসে আয় করা যায় লক্ষ টাকা

Meta (মেটা)র মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, সম্প্রতি ফেসবুকে একটি নতুন ‘চ্যালেঞ্জ’ শুরু করতে যাচ্ছে। তা হল উন্নত মানের অরিজিনাল শর্ট ভিডিও কনটেন্ট অর্থাৎ রিলস তৈরি করতে হবে। আর যার Reels যত বেশি সংখ্যক ভিউ পাবে, সে ততো বেশি টাকা রোজগার করতে পারবেন।

উদাহরণস্বরূপ, মনে করুন আপনাকে বলল যে 5 Reals Upload করতে হবে এবং প্রত্যেক Reel এ  ১০০ প্লে বা ভিউ হতে হবে, তাহলে আপনি ২০ ডলার উপার্জন করতে পারবেন।আবার পরের ধাপে Task দিল যে ২০টি Reels Upload করতে হবে এবং প্রতিটি রিলে ৫০০টি করে ভিউ পেতে হবে তাহলেই আপনি পাবেন ১০০ ডলার ।

এইভাবে প্রতি মাসে একের পর এক নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে। ফলে অতি সহজেই মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন Facebook থেকে। এছাড়াও Reels মনিটাইজেশন করে ও স্পনছার নিয়েও টাকা উপাজন করতে পারবেন। Facebook Reels যেন টাকার মেশিন।

আরও পড়ুনঃ 

>> ChatGPT কি? – গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি – চাকরি হারাবে লক্ষ লক্ষ মানুষ

>> সিম কার্ডের মালিকানা দেখার উপায় – How Many SIM Card Registered in Your NID – Tech Tips 01

>> How to Start Amazon Affiliate Marketing | Amazon Payment Method Add | Amazon Affiliate Marketing

>> এবার ইউটিউব শর্টস থেকে আয় করতে পারবেন নির্মাতাগন

>> ফেসবুকের বিকল্প মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া ” Viva Engage “

 

Leave a Reply