ChatGPT কি? – গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি – চাকরি হারাবে লক্ষ লক্ষ মানুষ

Share Now!
ChatGPT
ChatGPT কি – গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি – চাকরি হারাবে লক্ষ লক্ষ মানুষ

ChatGPT  হলো একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ একটা  Robotic সফটওয়ার। যা মানুষের করা প্রশ্নগুলির উত্তর স্বয়ংক্রিয়ভাবে প্রদান  করে থাকে। চ্যাটজিপিটি হল Optimizing Language Models for Dialogue  নামক একটি মডেলের উপর ভিত্তি করে OpenAI দ্বারা তৈরি করা হয়েছে।

এখানে GPT মানে হল জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার ( Generative Pre-trained Transformer) যা কিনা স্বাভাবিক ভাষা বুঝতে পারে এবং স্বয়ংক্রিয় ভাবে এর প্রতিক্রিয়া জানাতে  পারে।

ChatGPT কি? – গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি – চাকরি হারাবে লক্ষ লক্ষ মানুষ

বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে Google Search EngineFacebook চিনিনা এমন লোক মেলা ভার। আমাদের প্রতেহ জিবনে অনেক প্রশ্নের সন্মুখিন হয়ে থাকি যা অনেকটা জানা আবার অধিকাংশই অজানা। এই অজানা প্রশ্ন গুলো জানতে আমরা নির্ভর যোগ্য মাধ্যম Google মামার কাছে জানতে চাই। গুগল আমাদের কাছে সেরা সেরা ওয়েবসাইট প্রদশন করে। যা থেকে আমরা অজানা প্রশ্নের উত্তর গুলো পেয়ে থাকি।

আমরা একটা সময় ভাবেছি যে হয়তবা Google এর সমকক্ষ কোন প্রযুক্তি আসবে না। একক আধিপত্য বিস্তার করবে গুগল।  কিন্তু না, ChatGPT গুগলের চেয়ে অনেক বেশি Powerful ও সাবলীল প্রযুক্তি যা কিনা, গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি। 

চ্যাটজিপিটি মাধমে আপনি অনেক বড় বড় Article লিখতে পারেন। অনেক জটিল ও কঠিন কঠিন Programming Code লিখতে পারবেন চোখের পলকে। যেখানে ১০০০ ওয়ার্ড এর একটা Article লিখতে দিন পার হয়ে যায়। সেখানে মাত্র ১ মিনিটে ৫০০০ ওয়ার্ড লিখে দিবে এই Chatbot।

খুবি অবিশ্বাস্য ব্যাপার, যেখানে গুগল কে বললে সে একগাদা ওয়েবসাইট আপনার কাছে হাজির করাবে। যা কিনা আপনার পড়তে পড়তে দিন যাবে। কিন্তু Chatgpt আপনাকে ১০০% উনিক কন্টেন্ট লিখে দেবে। বিশ্বাস হয়না, উপরের ভিডিও টি একবার দেখুন, আপনি দেখেও অবাক হয়ে যাবেন।

 

চ্যাটজিপিটি এর ইতিহাস ( History of ChatGPT )

২০১৫ সালে টেসলার প্রতিষ্ঠাতা এলেন মাস্ক ও স্যাম অল্টম্যান নামক এক ভদ্রলোক মিলে ওপেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি ( OpenAI ) প্রতিষ্ঠান চালু করে।  এই প্রতিষ্ঠান করার মুল উদ্দেশ্য হলো নিরাপদ ও সুবিধাজনক Artificial Intelligence System  তৈরী করা  ও অন্যদের সাহায্য করা।

OpenAI প্রতিষ্ঠার কয়েক বছর পর চুক্তি থেকে সরে আসে Elen Mask, এর পর ওপেন এ আই এর অধিনে অনেক গুলো AI System আবিস্কার করে।

> ২০১৮ সালে  OpenAI GPT চালু করে।

> ২০১৯ সালে OpenAI GPT-2 প্রকাশ করে , যা ছিল ১.৫ বিলিয়ন প্যারামিটার সহ GPT-এর আরও শক্তিশালী সংস্করণ।

> ২০২০ সালে, OpenAI GPT-3 প্রকাশ করে, যা ১৭৫ বিলিয়ন প্যারামিটার সহ GPT-এর  তখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভাষা মডেল গুলোর মধ্যে এটি অন্যতম।

> ২০২১ সালে  OpenAI ChatDALL-E প্রকাশ করে। যা বাক্যালাপমূলক তথ্য লেখার জন্য GPT-3 Varson  প্রায় নির্ভুল ভাবে তৈরি করা এক্সটেনশন যার ফলে মানুষের মত করে উত্তর তৈরি করতে সক্ষম।

২০২২ সালে  চ্যাটজিপিটির একটি প্রোটোটাইপ প্রকাশ করে, যা বাক্যালাপমূলক তথ্য লেখার জন্য GPT-3.5 প্রায় নির্ভুল ভাবে তৈরি করা এক্সটেনশন।

 

চ্যাটজিপিটির কিভাবে কাজ করে?

ChatGPT একটি  Transformer নামক একটি Neural Network  আর্কিটেকচার   ও মেশিন লাঙ্গুজ ব্যবহার করে কাজ করে। এটিকে প্রথমত ইনপুট দেওয়া হয়, এরপর  মডেলটি প্রথমে ইনপুটটিকে একটি নির্দিষ্ট ভাষায় এনকোড করে নেয়। পরে এই এনকোডেড ভার্সনটি  ট্রান্সফরমার আর্কিটেকচারের মাধ্যমে পাস করে থাকে।

 

ChatGPT এর সুবিধা এবং অসুবিধা সুমাহ

সুবিধা:

  • যে কোন Topics এর উপর শত শত ওয়ার্ড এর Article লিখতে পারে তাউ মাত্র ১ মিনিটে।
  • যে কোন Programming Code লিখতে পারে নিরভুল ভাবে।
  • Chatgpt হল OpenAi প্ল্যাটফর্ম যার ফলে যে কেহ এটার উন্নতি সাধন করতে পারে যেমন WordPress CMS যা ইচ্ছে মত Customize করা যায়।
  • এটা বর্তমানে একদম ফ্রী।

অসুবিধা:

  • ChatGPT কিন্তু ১০০% নিরভুল উত্তর দিবে না অনেক সময় অপাশঙ্গিগ উত্তর ও দিতে পারে।
  • ChatGPT বাংলা ভাষার জন্য খুব একটা উপযুক্ত না। 
  • OpenAI API বা Hugging Face API এর মাধ্যমে Model Access করা ব্যয়বহুল হতে পারে।

 

OpenAi বিস্তারের ফলে কি ঘটতে পারে?

 

 

আরও পড়ুনঃ 

>> কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের ধ্বংস করতে পারে – স্টিফেন হকিং – Artificial Intelligence

>>  আসছে মেটার নতুন প্রযুক্তি

>> স্মার্টফোনে হ্যাকিংয়ের ঝুঁকি কমানোর উপায়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.