How to Use YouTube Picture-in-Picture | পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের উপায়

Share Now!

Picture in Picture

Picture-in-Picture – বর্তমান সময়ে ইউটিউব হচ্ছে বিনোদনের এক অন্যতম মাধ্যম। তাইতো ইউজারদের বিশেষ সুবিধা দিতে একের পর এক নতুন ফিচার যুক্ত করে যাচ্ছে  ইউটিউব কর্তৃপক্ষ। চালু করেছে পিকচার ইন পিকচার YouTube শুধু বিনোদনই নয়, অর্থ আয়ের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। 

তবে, অনেকেই YouTube দেখা বা বাবহারের পাশাপাশি অন্য অন্য কাজ করতে চায়। তাই অন্য কাজের পাশাপাশি ভিডিও দেখার সুযোগ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ । ইউটিউবের ‘ পিকচার-ইন-পিকচার ’ নামক সহজ ফিচার দিয়ে। যার মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল ফোনে পর্দার কোণে ইউটিউবের ভিডিওটিও রেখে  দেখা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক।


[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″ numeration=”decimalnested” numerationSuffix=”none” title=”Contents” toggle=”1″ labelShow=”show” labelHide=”hide” hideItems=”0″ smoothScroll=”1″ smoothScrollOffset=”24″]

How to Use YouTube Picture-in-Picture | পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের উপায়

অ্যান্ড্রয়েডফোনে যেভাবে এই ফিচার টি ব্যবহার করবেন –

১। মোবাইলের হোম স্ক্রিন থেকে সেটিংস আইকনটি ট্যাপ করুন।

২। Apps and Notification অপশনে ট্যাপ করুন।

৩। এরপর Youtube Aplication এ ট্যাপ করুন।

৪। Advance অপশনে গিয়ে পিকচার-ইন-পিকচার (Picture in Picture) অপশনটি অন করে দিন।

৫। এবার আপনার ফোনে থাকা YouTube App গিয়ে আপনি যে  Video টি প্লে করতে চান তা প্লে করুন।

৬। ভিডিওটি Play হওয়ার সময় ডিভাইসের Home Button টি ট্যাপ করুন। ব্যাস কাজ শেষ। 

৭। এখন আপনার Phone Screen এ নিচের দিকে ডান কোণে ভিডিওটি দেখতে পাবেন। এখন ভিডিও দেখার পাশাপাশি অন্য কাজ করতে পারবেন।

৮।  Video টি বন্ধ করতে চাইলে, ভিডিওটির উপর আলতো করে ট্যাপ করুন (x) আইকন দেখতে পাবেন। এটাতে ক্লিক করে বন্ধ করে দিতে পারবেন।

 Turn on picture-in-picture

Picture-in-picture is turned on by default for all devices running Android 8.0 (Oreo) and above.
  1. Go to your Android settings And then Apps & notifications And then Advanced And then Special app access And then Picture-in-picture.
  2. Tap YouTube.
  3. To turn on, tap Allow picture-in-picture.

আরও পড়ুনঃ

যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে

ল্যাপটপ অথবা ডেস্কটপে যেভাবে  ব্যবহার করবেন –

১। প্রথমত যে কোন ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করুন এবং যে ভিডিওটি চালিয়ে রাখতে চান সেটি play করুন।

২।  ভিডিও play অবস্থায়  মাউসের ডান বাটনে ক্লিক করুন। কোনো Option এ ক্লিক করার প্রয়োজন নেই।

৩। এবার ভিডিওর অন্য একটি ভিন্ন অংশে পুনরায় মাউসের ডান বাটনে ক্লিক করুন।

৪। এবার দেখতে পাবেন বেশ কিছু অপশন। নিচের দিকে দেখতে পাবেন  “ Picture in Picture ” লেখা রয়েছে সেখানে ক্লিক করুন।

৫। এবার দেখুন Computer Screen এর ডান পাশে ভিডিওটি Play হয়েছে। এখন আপনি Video টি চালু রেখে Computer এর যে কোন কাজ করতে পারবেন। এই অপশনটি বাই ডিফল্ট Opera Mini Browser এ দেওয়া রয়েছে।

৬। এবার এটা বন্ধ করতে চাইলে শুধু ওয়েব পেইজ বা YouTube এর টাব টি কেটে দিলেই বন্ধ হয়ে যাবে।

 

  • Picture in Picture Google Extension
  • Best Picture in Picture Add-Ons for Firefox

Leave a Reply