Hello Viewers কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন। আজ আপনাদের মাঝে হাজির হলাম SQ11 Night Vision Full HD Camera নিয়ে। এই ক্যামেরার বিশেষত্ব হল এটি খুবি ছোট, যা ১২০ ডিগ্রি আঙ্গেলে ভিডিও ধারন করে পারেন। এছারাও এটিতে রয়েছে Full HD Mode ও Night Vision Sensor যার ফলে অন্ধকারেও ভিডিও ধারন করতে পারে। এই কামেরাকে অনেকই Spy Camera ও বলে থাকে।
> এই কামেরা দিয়ে Full HD Video ধারণ করা যায়। > এক্সটারনাল মেমরি ব্যাবহার করা যায়। > ১০০ মিনিট পর্যন্ত ভিডিও ধারন করা যায়। > এই ক্যামেরার সাহায্যে 120 ডিগ্রি কোণে ভিডিও করা যায়। > এই ক্যামেরা খুব অন্ধকারেও ভালো ছবি তুলতে সক্ষম। > এই ক্যামেরা দিয়ে Spy ও Travel Video ধারন করা যায়। > ৩৬০ ডিগ্রি তে ক্যামেরা ঘুরানো যায়। > ক্যামেরার ডাটা সরাসরি ইউএসবি কাবল এর মাধ্যমে স্থানান্তর করা যায়।