অধিক সম্মান ও মর্যাদা লাভের আমল

Share Now!

মর্যাদা লাভের আমল

অধিক সম্মান ও মর্যাদা লাভের আমল – হাদিসে পাকে হযরত মহাম্মাদ (সঃ) ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে। 

অধিক সম্মান ও মর্যাদা লাভের আমল

দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর জিকির আজকার  আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত  উপকারিতা।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে  ‘আল-মাজেদু (اَلْمَاجِدُ)’ একটি। আল্লাহ তাআলার নূর লাভে এবং অধিন সম্মান ও মর্যদা লাভের গুরুত্বপূর্ণ আমল এটি।

 

আরও পড়ুনঃ  মাজহাব মানেই কি বিভক্তি? | মিজানুর রহমান আজহারি

 

আল্লাহর গুণবাচক নাম ‘আল-মাজেদু (اَلْمَاجِدُ)’ -এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

اَلْمَاجِدُ

উচ্চারণ : ‘আল-মাজেদু (اَلْمَاجِدُ)’
অর্থ : ‘অত্যাধিক মর্যাদাসম্পন্ন; বড় দাতা’

ফজিলত
>> যে ব্যক্তি একাকী আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ‘আল-মাজেদু (اَلْمَاجِدُ)’-এর জিকির করেন; আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে নূর পয়দা করেন।

>> যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ‘আল-মাজেদু (اَلْمَاجِدُ)’-এর জিকির নিয়মিত বেশি বেশি করে; ওই ব্যক্তি সৃষ্টি জীবের কাছে অধিক সম্মান ও মর্যাদা লাভ করে।

 

আরও পড়ুনঃ যে আমল করিলে মানুষের জীবিকার অভাব হবে না

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালে তাঁর ভালবাসা লাভে এবং দুনিয়ায় মানুষের নিকট অত্যাধিক সম্মান ও মর্যাদার সৌভাগ্য অর্জনে তাঁর গুনবাচক নাম আল-মাজেদু (اَلْمَاجِدُ)-এর জিকির বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুনঃ

নেক হায়াত বৃদ্ধি ও সুস্থতা লাভের আমল ও দোয়া

ধন-সম্পদ বৃদ্ধির আমল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.