KN 95 মাস্ক – বর্তমান ভয়াবহ ভাইরাসে নাম করোনা ভাইরা। এই বৈশ্বিক মহামারী করোনা আতঙ্কে আছে গোটা বিশ্ব । এই ভাইরা সহ অনেক রোগ জীবাণু থেকে সুরক্ষিত থাকতে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক বাবহারে পরামর্শ দিয়েছেন। কারন এই ভাইরা হাঁচি- কাশি ও হাতের সংস্পর্শে ছড়ায় । তাই তো ভালমানের মাস্ক ব্যবহার করা উচিৎ ।
[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]
KN 95 মাস্ক কি? – কোথায় পাবেন পাইকারি ও খুচরা মূলে দেখুন
KN 95 মাস্ক কি?
কে এন৯৫ মাস্ক বা এন৯৫ রেসপিরেটর হল একটি মুখে দেয়া বস্তুকণা-পরিশোধন রেসপিরেটর যেটি USA সংস্থা National Institute for Occupational safety and health এর বায়ু পরিশোধন এন৯৫ এর মানদণ্ড অনুযায়ী তৈরী করা হয়েছে, যার মানে হল এটির মাধ্যমে অন্তত ৯৫% বালুকণা পরিশোধিত হয়।
এন৯৫ পুরোপুরি তেল প্রতিরোধী তা কিন্তু নয়; আরেকটি মানদণ্ড হল, P95 , যেখানে এই তেল প্রতিরোধী কার্যকর হবে। N95 সাধারণত বস্তুকণা পরিশোধন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি মুলত যান্ত্রিক পরিশোধন রেসপিরেটর যা বালুকণা থেকে ব্যবহারকারীকে সুরক্ষা দেয় কিন্তু ,গ্যাস বা বাষ্পের বিরুদ্ধে কাজ করে না ।
এই এন৯৫ মাস্কের সাথে আরো অন্য রেসপিরেটর যুক্ত থাকতে পারে যা অনেক দেশে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী করে থাকে । যেমন টা ইউরোপীয় ইউনিয়নে FFP2 রেসপিরেটর ব্যবহার করে এবং চীনে কেএন৯৫ (KN95) রেসপিরেটর বাবহার করে । এই KN95 মাস্ক উপরোক্ত সবগুলো বিষয়ে কাজ করে থাকে বলে মনে করেন বিশেষজ্ঞ গন।
KN95 মাস্ক বানানোর জন্য synthetic polymer
সার্জিক্যাল মাস্ক
সার্জিক্যাল মাস্ক মুলত লুজ ফিটিং disposable mask , যা মুখ ও নাকের মধ্যে বাধা তৈরি করার জন্য কাজ করে। অপারেশন থিয়েটার বা ল্যাবরেটরি তে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য এ মাস্ক বাবহারে সুপারিশ করা হয়ে থাকে। এ ধরনের মাস্ক ব্যবহার করা হয় যাতে নাক ও মুখ থেকে জীবাণু হাঁচি -কাশি বের হয়ে কন্টামিনেশন না ঘটাতেপারে। এগুলো মুলত অনে টাইম, পুনরায় বা একাধিক ব্যক্তি ব্যবহার করা জায় না সুস্থ লোকের জন্য সার্জিক্যাল মাস্ক অথবা কাপরের মাস্ক পরার পরামর্শ অনেক বিশেষজ্ঞ দের ।
– কোথায় পাবেন পাইকারি ও খুচরা মূলে দেখুন
N95 Mask নিয়ে অনেক ধুয়াশা আছে । যে মাস্ক আপনার জীবাণু ও ধুলাবালি রোধ করা কথা কিন্তু হিতে বিপরীত হছে , নকল N95 Mask দিয়ে । আমার কাছে খুবই বিশ্বস্ত Supply কোম্পানি আছে, যার ১০০% গ্যারান্টি দিয়ে বিক্রি করছে ।আপনারা চাহিলে এখান থেকে কিনতে পারেন।
প্রতিদিন আপডেট টেক নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Tech News, Tech Tips, Apon Academy, Viral News, Latest News, Bangla News, Product Review, Education, Entertainment, Technology, Bangla Tutorial, Outsourcing Bangla Tutorial, Web Development Tutorial, earn money online, make money online, Fiverr Bangla Tutorial Full Course 2024, Upwork bangla tutorial, freelancer, PeoplePerHour, Guru, Viral Post, Viral Video, Google News, Top News, Bangladesh, Kolkata, Upcoming Technology,
আরও পড়ুনঃ
>> আর্টিকেল লিখে টাকা আয় | লেখালেখি করে আয় | Article Writing to Earn Money | Part 02
>> 10 Best AI Tools for Content Creator | ভিডিও ভাইরাল ১০০%
>> ২০ থেকে ৩০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে দারাজ বাংলাদেশ
>> ইউটিউবের ভিডিও কপি পেস্ট করে লাখ টাকা উপার্জন – Copy Paste Work on YouTube
আমাদের সোশ্যাল মিডিয়া সুমহঃ
ফেসবুকঃ www.facebook.com/aponacademyofficial
টুইটারঃ www.twitter.com/emjasim
ইন্সটাগ্রামঃ www.instagram.com/emjasimuddin
ইউটিউবঃ www.youtube.com/@aponacademy
টিকটকঃ www.tiktok.com/@aponacademy
Thanks for reading this post and Follow my Social Media Page or Groups.